ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি আবারও ফিরছেন সিনেমায়। তবে নায়িকা হিসেবে নয়, এবার প্রযোজকের ভূমিকায় নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।
সম্প্রতি এক গণমাধ্যমে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে পপি জানান, অভিনয়ে ফেরার ইচ্ছা নেই তার। তবে অসমাপ্ত কিছু পুরোনো ছবির কাজ শেষ করবেন। এরপর পুরোপুরি মনোযোগ দেবেন প্রযোজনায়।
আগেও তিনি প্রযোজনা করেছিলেন কয়েকটি ছবি। এর মধ্যে মনোয়ার খোকন পরিচালিত একটি ছবিতে ২০ লাখ টাকার লোকসান হয়েছিল বলে জানান পপি। টিমের অসহযোগিতাকেই তিনি সে ক্ষতির জন্য দায়ী করেন।
তবে সেই অভিজ্ঞতা থেকেই এবার আরও আত্মবিশ্বাসী তিনি। দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রযোজনায় সফল হবেন বলেই আশা করছেন।
পপির ভাষায়, “আমি সিনেমা প্রযোজনা করব—এমনটাই সিদ্ধান্ত নিয়েছি। আগে প্রযোজনা করলেও এবার ভিন্নভাবে পরিকল্পনা করছি। আমার মনে হয়, ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত থাকতে পারলে বেশি ভালো লাগবে।”
২০২০ সালে ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমার শুটিং শেষ করার পর প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন পপি। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে এসে জানা যায়, এ সময়ে তিনি বিয়ে করে সংসারী হয়েছেন এবং এখন এক পুত্রসন্তানের মা।
১৯৯৭ সালে ‘কুলি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। দীর্ঘ ক্যারিয়ারে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

