মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রামীন অবকাঠামো উন্নয়নের লক্ষে প্রকল্প নির্বাচনে স্হানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার হরগজ, দরগ্রাম, দিঘলিয়া ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন।
সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো: ইমরুল হাসান, সাটুরিয়া উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খলিলুর রহমান মোল্লাহ, সাটুরিয়ার পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইউসুফ হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও স্হানীয় জনপ্রতিনিধি এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় বাড়ানো সহ প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন বা মূল্যায়ন সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং তাদের সমস্যা ও পরামর্শ গ্রহণ করা হয়। গ্রামীন অবকাঠামো উন্নয়নে ক্ষেত্রে উপজেলা প্রশাসনের ব্যতিক্রম উদ্যোগ গ্রহনে সকলে প্রশংসা করেন।
একুশে সংবাদ//র.ন