রাজশাহীর তানোরে সিন্দুকাই এফসি আদিবাসী ক্লাবের উদ্যোগে দুইদিনব্যাপী ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিন্দুকাই ফুটবল মাঠে এক আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এমদাদ মণ্ডল, পৌর যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, বিএনপি নেতা কাউন্সিলর বাবু, পৌর বিএনপি নেতা আলতাফ হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাহিন সরকার রনজু, শমসের সরকার, সেলিম রেজাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং সমাজে ঐক্য ও সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার বিকল্প কিছু নেই।”
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধনী দিনটি ছিল উৎসবমুখর। আয়োজকরা জানান, আগামী দুইদিন সিন্দুকাই ফুটবল মাঠে প্রতিদিন একাধিক খেলা অনুষ্ঠিত হবে এবং সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
একুশে সংবাদ//র.ন