মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে অতিরিক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার দেবনাথকে প্রশাসনিক দক্ষতা, আন্তরিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম অতিরিক্ত ইউএনও পলাশ কুমার দেবনাথের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
৩৫ বিসিএস কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বর্তমানে (অতিরিক্ত দায়িত্বে) মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের দাবী পলাশ কুমার দেবনাথ দায়িত্ব গ্রহনের পর থেকেই বিশেষ করে রাস্তাঘাট সহ উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, মাদকবিরোধী এওয়ারনেস তৈরী করেছেন, পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, অতিরিক্ত ইউএনও পলাশ কুমার দেবনাথ দায়িত্ব গ্রহণের পর থেকে মুকসুদপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে। জনসেবায় আন্তরিকতা, উন্নয়নমূলক কাজে তদারকি, এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টার জন্য তিনি উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছেন।
সম্মাননা গ্রহণ শেষে অতিরিক্ত উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এ সম্মাননা আমার জন্য নয়, এটি পুরো উপজেলা প্রশাসনের জন্য একটি স্বীকৃতি। জনগণের সেবা করতে পারাটাই সবচেয়ে বড় সম্মান।”
একুশে সংবাদ//র.ন