AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৪ বছর আগেই মা হওয়ার স্বপ্ন দেখেছিলেন ক্যাটরিনা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:১৭ এএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

১৪ বছর আগেই মা হওয়ার স্বপ্ন দেখেছিলেন ক্যাটরিনা

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, তাদের জীবনে আসছে নতুন আনন্দের অধ্যায়—সন্তানের আগমন। মঙ্গলবার সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে আছে তার মন, শুরু হচ্ছে জীবনের সবচেয়ে সুন্দর সময়।

২০২১ সালে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা। তবে পরিবারের স্বপ্ন তিনি বহু আগেই দেখেছিলেন। প্রায় ১৪ বছর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন— “আমি বিয়ে করতে চাই, সংসার গড়তে চাই, সন্তান নিয়ে সুখে থাকতে চাই।”

গত বছর থেকেই তার মা হওয়ার গুঞ্জন বলিউড মহলে ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন লন্ডনে অবস্থান, প্রকাশ্যে কম আসা এবং সাম্প্রতিক মাসগুলোতে কিছু ইঙ্গিত সেই জল্পনা বাড়িয়ে তোলে। এবার সেটিই সত্যি হলো। জানা গেছে, অক্টোবরেই প্রথম সন্তানের জন্ম দিতে পারেন ক্যাটরিনা।

বিয়ের পর থেকে তিনি অভিনয় জগৎ থেকে খানিকটা দূরে সরে গেছেন। মাঝে মধ্যে বিশেষ অনুষ্ঠান ও ধর্মীয় তীর্থস্থানে দেখা গেলেও বড়পর্দায় সর্বশেষ তাকে দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ চলচ্চিত্রে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!