নরসিংদীর মনোহরদীতে বুধবার (১৫ অক্টোবর) শাহীন বৃত্তি ও ক্যাডেট একাডেমির উদ্যোগে বার্ষিক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিষয় ছিল—“সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের দারিদ্র দূরীকরণ সম্ভব”।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনোহরদী শাহীন স্কুলের সভাপতি গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শামিম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান নূর ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন খান, মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হারুন অর রশিদ সহ অন্যান্য সাংবাদিক ও শিক্ষকবৃন্দ।
বিতর্ক প্রতিযোগিতার সুষ্ঠু পরিচালনা ও ফলাফল নিরীক্ষণের দায়িত্ব পালন করেন মোঃ জাকির হোসেন, সহকারী শিক্ষক, টোক হাই স্কুল। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আবু সুফিয়ান সজিব, সহকারী সমাজসেবা কর্মকর্তা, মনোহরদী।
বিচারক মণ্ডলীর মধ্যে ছিলেন মুহাম্মদ গোলজার হোসেন গুলশান, মোঃ মনিরুল ইসলাম ভূইয়া, রোকসানা আক্তার (মনি), সরদার আছমত আলী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক, এডভোকেট হারুনুর রশিদ এবং প্রকাশক মোঃ মাহমুদুল হাসান মামুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের দারিদ্র দূরীকরণে সম্পদের সঠিক ও দক্ষ ব্যবস্থাপনা অপরিহার্য। অপ্রয়োজনীয় অপচয় রোধ করে পরিকল্পিতভাবে সম্পদের ব্যবহার করতে পারলেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। শিক্ষার্থীদের যুক্তিবদ্ধ চিন্তাভাবনা ও উপস্থাপনার দক্ষতা ভবিষ্যতের নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতার সমাপনীতে প্রধান অতিথি বিচারকমণ্ডলী ও বিতার্কিকদের শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন।
একুশে সংবাদ // র.ন