ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করেন। কখনো নতুন সাজে, কখনো বিশেষ ফটোশুটে হাজির হয়ে তিনি নজর কাড়েন সবার।
সোমবার দুপুরে আবারও নতুন রূপে ধরা দিলেন তিনি। একটি গহনার ব্র্যান্ডের জন্য করা ফটোশুটের কিছু ছবি প্রকাশ করেছেন পরীমণি, যা প্রকাশের পর থেকেই আলোচনায় এসেছে।

ছবিগুলোতে তাকে দেখা যায় নীল-সোনালি রঙের লেহেঙ্গায়, যা কাতান বা বেনারসি সিল্কের তৈরি। এর সঙ্গে মানানসই ভারী গহনা—নাকফুল, নেকলেস, দুল ও চুড়ি—পরিধান করেছেন তিনি। আকর্ষণীয় মেকআপ ও হেয়ারস্টাইল তার সাজকে আরও অনন্য করে তুলেছে।

ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তরা সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়ে দেন মন্তব্য বক্স। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টে ভরে ওঠে হাজারো লাইক ও কমেন্ট। একজন লিখেছেন, “আপনাকে দেখতে একেবারে রানীর মতো লাগছে।” অনেকে আবার তার ফ্যাশন সচেতনতারও প্রশংসা করেছেন।
একুশে সংবাদ/এ.জে