বলিউডের জনপ্রিয় নায়িকা শ্রদ্ধা কাপুর নাকি বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, বছরের শেষ দিকেই তিনি সাতপাকে বাঁধা পড়তে পারেন।
শ্রদ্ধার পাত্র হিসেবে আলোচনায় আছেন লেখক রাহুল মোদি। দীর্ঘদিন ধরে তাদের ঘনিষ্ঠতার খবর শোনা গেলেও সম্প্রতি একসঙ্গে ভ্রমণের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর গুঞ্জন আরও বেড়েছে।

কিছুদিন আগে রাহুলের ক্যামেরায় বন্দি হওয়া শ্রদ্ধার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে অভিনেত্রীকে লজ্জায় হাসতে দেখা যায়। এ দৃশ্য নিয়েই বলিউড মহলে আলোচনার ঝড় ওঠে।

যদিও এখনো পর্যন্ত বিয়ে নিয়ে শ্রদ্ধা বা রাহুল কারও পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

