AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ



সুন্দরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা মো. সাদেক হোসেন, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা এবং উপজেলা কৃষক দলের সভাপতি মো. ফারুক হোসেন প্রমুখ।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৪৩০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে বসতবাড়ির সবজি চাষের জন্য ১৫০ জন, লাউয়ের জন্য ৪০ জন, বেগুনের জন্য ৮০ জন, মিষ্টি কুমড়ার জন্য ৮০ জন এবং শসার জন্য ৮০ জন কৃষক নির্বাচিত হয়েছেন।

প্রতিজন কৃষককে বীজের পাশাপাশি ২০ কেজি করে সার প্রদান করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।

একুশে সংবাদ // র.ন

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!