ভারতে অবৈধ অনলাইন বেটিং অ্যাপকে ঘিরে শুরু হওয়া অর্থ পাচার তদন্তে এবার নাম জড়াল বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলা ও টলিউডের অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই মামলায় উর্বশী রাউতেলাকে আগামী ১৬ সেপ্টেম্বর দিল্লিতে অবস্থিত ইডি কার্যালয়ে হাজির হতে নোটিশ পাঠানো হয়েছে। মিমি চক্রবর্তীকে তলব করা হয়েছে এক দিন আগে, অর্থাৎ ১৫ সেপ্টেম্বর।

প্রবীণ ইডি কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা সুরেশ রায়না ও শিখর ধাওয়ান।

তদন্তকারীদের মতে, অ্যাপটির প্রচার ও সম্ভাব্য আর্থিক লেনদেন নিয়ে সেলিব্রেটিদের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। সেই কারণেই উর্বশী ও মিমিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

উল্লেখ্য, এর আগেই টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা একই মামলায় জড়িয়ে আইনি জটিলতায় পড়েন। অতীতে আরও একাধিক তারকার নাম উঠেছিল অবৈধ বেটিং প্ল্যাটফর্মের প্রচারে অংশ নেওয়ার অভিযোগে।
একুশে সংবাদ/এ.জে