শেষ ম্যাচে পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তাসকিন-মুস্তাফিজবিহীন বোলিং আক্রমণের বিপক্ষে উড়ন্ত সূচনা পায় আফগানিস্তান। তবে তিন টপ অর্ডার ব্যাটারকে ফেরানোর পর ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। কিন্তু শেষদিকে মোহাম্মদ নবির ব্যাটে আসে ঝড়, তার অপরাজিত ফিফটিতে বড় সংগ্রহ গড়ে আফগানিস্তান।
মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন ইব্রাহিম জাদরান।
দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে দারুণ শুরু পায় আফগানরা। ৯৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে তানভির ইসলামের বলে গুরবাজ (৪২) আউট হলে। এরপর তিনে নামা সেদিকুল্লাহ অটল ২৯ রান করে সাজঘরে ফেরেন।
১৭৩ রানে অটল আউট হওয়ার পর সাইফ হাসানের দুর্দান্ত স্পেলে ধস নামে আফগান ব্যাটিং লাইনআপে। দুইশ রানের আগেই ৫ উইকেট হারায় দলটি।
তবে শেষের দিকে ঝড় তোলেন অভিজ্ঞ মোহাম্মদ নবি। ইনিংসের শেষ দুই ওভারে একাই ৪৪ রান তুলে দেন তিনি। মাত্র ৩৫ বলে ফিফটি পূর্ণ করে অপরাজিত থাকেন। তার ঝোড়ো ইনিংসে ভর করে ২৯৩ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান।
একুশে সংবাদ//র.ন