AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষক সমাবেশে হামলার প্রতিবাদে নলডাঙ্গা কলেজে প্রতিবাদ সমাবেশ



শিক্ষক সমাবেশে হামলার প্রতিবাদে নলডাঙ্গা কলেজে প্রতিবাদ সমাবেশ

বেসরকারী শিক্ষক- কর্মচারীদের বেতনভাতা বৃদ্ধি ও জাতীয় করণের ন্যায্য দাবি আদায়ের লক্ষে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশী হামলা ও নির্যাতনের প্রতিবাদে সারাদেশের ন্যায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে কর্মবিরতির পাশাপাশি এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,নলডাঙ্গা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক একে আজাদ,জাহাঙ্গীর আলম,প্রভাষক আলমগীর হোসেন সরকার,প্রধান অফিস সহকারী রেজাউল করিম প্রমুখ।

বক্তরা বলেন,দীর্ঘদিন ধরে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক - -কর্মচারীগন জাতীয়করণসহ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিকরণের লক্ষে স্বত:স্ফর্ত ভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে।বিগত সরকার ও বর্তমান সরকার আমাদের দাবি আমলে না নিয়ে বৈষম্য সৃষ্টি করছে।গত ৩ দিন আগে আমাদের শিক্ষক- কর্মচারীরা এসব দাবি আদায়ের জন্য ঢাকা জাতীয় প্রেসক্লাবে সমবেত হয়ে শান্তিপূর্ন সমাবেশ করতে থাকে।এরইমধ্যে কতিপয় অতি উৎসাহী পুলিশ তাদের ওপর জলকামান,বুলেট নিক্ষেপ ও অতর্কিত ভাবে লাঠিচার্জ করে সমাবেশ পন্ড করে দেয়।এময় পুলিশ বেশকিছু সম্মানিত শিক্ষকের লাঠিপেটা করতে দেখা গেছে।এতে অসংখ্য শিক্ষক গুরুতর আহত হয়।শুধু তাই নয় সমাবেশ থেকে পুলিশ বেশ কিছু শিক্ষক-কর্মচারীকে  আটক করে। পরে আন্দোলনরত শিক্ষক নেতাদের চাপেরমুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হয়।এরপর শিক্ষকগন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান নেয়।

বক্তরা আবেগ চিত্তে এহেন পৈশাচিক হামলার  তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানিয়ে আরো বলেন,আপনারা জানেন,আমরা ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলি। এজন্যই আমাদের কে বলা হয় মানুষ গড়ার কারিগর।আর সেই মানুষ গড়ার কারিগরের কাছে শিক্ষা নিয়ে আজ সচিব ডিসি,এসপি, ইউএনও ও বড় বড় পুলিশ অফিসার হয়েছেন। আজ তাদের নির্দেশে  শিক্ষকদের জনসম্মুখে লাঠিপেটা করে টেনে হেঁচড়ে শার্টের কলার ধরে ধস্তাধস্তি কর নিয়ে এজাতির জন্য তা কতটা লজ্জ্বস্কর।

আমরা আরো বলতে চাই আজ যারা রাষ্ট পরিচালনা করছেন তারা কি শিক্ষকের কাছে কোন শিক্ষা নেননি।আপনাদের হীন্য মানসিকতার আচরনে  মনে হয় আপনাদের কোন শিক্ষা গুরু ছিল না।যদি তা থাকতো তাহলে শিক্ষকদের আজকে এমন লাঞ্চনার শিকার হতে হতো না।

সত্যি আমরা মর্মাহত শিক্ষকের ওপর পুলিশের এমন ন্যাক্কারজনক হামলা অত্যন্ত বেদনার ও কষ্টের।যা ভাবতে অবাক লাগে।

তারা সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারন করে বলেন,অনতিবিলম্বে আমাদের এই যৌত্তিক দাবি মেনে নেওয়ার জোর দাবি জানান।সেইসাথে শিক্ষক সমাবেশে হামলাকারী সেইসব পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করনের দাবি জানান।কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা রাজ পথ ছাড়বো না।প্রয়োজনে রাজপথে রক্ত ঢেলে দাবি আদায় করে নিয়ে ঘরে ফিরবো।
এছাড়া  কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে আমাদের কর্মবিরতি চলবে বলে সমাবেশে জানানো হয়।এরপরেও আমাদের দাব মানা না হলে পরবর্তীতে হয়তো আরো কঠোর কর্মসুচি আসতে পারে। এজন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।

এদিকে শিক্ষকদের ক্লাশ বর্জন ও কর্মবিরতির ফলে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান এসে ক্লাশ না হওয়ায় বইপুস্তুক গুটিয়ে তারা বাড়ি  ফিরে যাচ্ছে ।এতে পাঠদান বিঘ্নতায় শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি সাধন হচ্ছে।বিদ্যমান এপরিস্থিতিতে অনেক শিক্ষা প্রতিষ্টানের দরজা জানালা খোলা থাকলে শ্রেনিকক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীর শুন্যতা দেখা যায়।তবে এমন পরিস্থিতিতে অভিভাবক মহলে চরম অসন্তোষ বিরাজ করছে।তারা দ্রুত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহবান জানান।

একুশে সংবাদ//র.ন
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!