আবুধাবিতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে আজ প্রথমে ব্যাট করে মাত্র ১৯০ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।
টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ইনিংস থামে ৪৪.৫ ওভারে। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন ওপেনার ইব্রাহিম জাদরান। ১৪০ বলের ধৈর্যশীল ইনিংসে তিনটি চার ও একটি ছক্কা মারেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অধিনায়ক রহমানত শাহর ব্যাট থেকে, তিনি অপরাজিত থাকেন ৯ রানে। বাকিদের মধ্যে মোহাম্মদ নবী করেন ২২ ও বাশির আহমদ অপরাজিত থাকেন ০ রানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব দারুণ বোলিং করে ৭ ওভারে ৩৫ রানে নেন ২ উইকেট। মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট এবং রিশাদ হোসেনও ছিলেন কার্যকর— ২টি উইকেট। এছাড়া তানভির ইসলাম পান ১ উইকেট এবং মুস্তাফিজুর রহমান বোলিং করেন কৃপণভাবে, ৭ ওভারে দেন মাত্র ২৪ রান।
আফগানিস্তানের ১০ ব্যাটারের মধ্যে কেউই বড় ইনিংস খেলতে পারেননি ইব্রাহিম জাদরান ছাড়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আফগানিস্তান থেমে যায় ১৯০ রানে।
বাংলাদেশ এখন জয়ের লক্ষ্যে ১৯১ রানের টার্গেট তাড়া করবে।
একুশে সংবাদ/এ.জে