AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভেনেজুয়েলাকে হারাল মেসিবিহীন আর্জেন্টিনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৪৩ এএম, ১১ অক্টোবর, ২০২৫

ভেনেজুয়েলাকে হারাল মেসিবিহীন আর্জেন্টিনা

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মেসিকে ছাড়াই জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জেতে লিওনেল স্কালোনির দল। ম্যাচের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা মাঠে নামলেও এবার গ্যালারিতেই ছিলেন লিওনেল মেসি। অন্যদিকে ইনজুরির কারণে খেলতে পারেননি তরুণ ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তবে আক্রমণে কিছুটা ঘাটতি থাকলেও ম্যাচজুড়ে নিয়ন্ত্রণ ধরে রাখে আলবিসেলেস্তেরা।

কোচ স্কালোনি আগেই জানিয়েছিলেন, প্রস্তুতি ম্যাচগুলোতে নিয়মিতদের পাশাপাশি অনিয়মিতদেরও সুযোগ দেবেন। সেই পরিকল্পনাতেই নতুন মুখদের নিয়ে গড়া একাদশ নামান তিনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। ষষ্ঠ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন লাউতারো মার্টিনেস, কিন্তু তার শট ঠেকান ভেনেজুয়েলার গোলরক্ষক কনত্রেরাস। ১৭তম মিনিটে নিকো পাসের জোরালো শটও প্রতিহত হয় তার হাতেই।

৩১তম মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করে ভেনেজুয়েলা, আলেহান্দ্রো মার্কেসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ঠিক এরপর দ্রুত পাল্টা আক্রমণে উঠে গোল পায় আর্জেন্টিনা—মার্টিনেসের পাস থেকে নিচু শটে বল জালে জড়ান লো সেলসো।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও কিছু সুযোগ তৈরি করলেও কনত্রেরাসের দুর্দান্ত সেভে ব্যবধান বাড়াতে পারেনি। ৭৪তম মিনিটে কিনতেরোর শট ক্রসবারে লেগে ফিরে এলে সমতায় ফেরার সুযোগ হারায় ভেনেজুয়েলা।

শেষ পর্যন্ত সেলসোর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। পরবর্তী প্রীতি ম্যাচে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে স্কালোনির দল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!