রাজধানীর শাহবাগে প্রায় চার ঘণ্টা অবরোধ কর্মসূচি শেষে শহীদ মিনারে ফিরে গেছেন আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি না মানা হলে আগামীকাল (বৃহস্পতিবার) দুপুর ১২টায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, “আজকের মধ্যেই যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা আগামীকাল যমুনা অভিমুখে লংমার্চ করবো। প্রশাসনের কাছে অনুরোধ— আমরা যেমন সহযোগিতা করেছি, আপনারাও আমাদের সহযোগিতা করুন।”
অধ্যক্ষ আজিজী আরও বলেন, “আগামীকাল দাখিল পরীক্ষা শুরু হচ্ছে। কিন্তু আমাদের দাবি পূরণ না হলে কোনো ক্লাস, কোনো পরীক্ষা— কিছুই চলবে না।”
এর আগে দুপুরে শিক্ষকরা তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ মোড় অবরোধ করেন। চার ঘণ্টা পর অবরোধ তুলে নিয়ে তারা বিক্ষোভ মিছিলসহ শহীদ মিনারে ফিরে যান।
শিক্ষকদের প্রধান দাবি— ২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধি, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়ন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
একুশে সংবাদ // র.ন