শেরপুরের নকলায় বুধবার (১৫ অক্টোবর) উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেল সময় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
সভায় বক্তব্য রাখেন নকলা সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী’র আমির গোলাম সারোয়ার, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক এবং চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল উদ্দিন। সভার দফতরীয় দায়িত্বে ছিলেন সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল।
সভায় আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা, চুরি, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধি এবং পৌর শহরে যানজট নিয়ন্ত্রণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ // র.ন