অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে আগামী মাসে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে স্বাগতিক দলের জন্য দুঃসংবাদ এসেছে। পার্থে ১৯ অক্টোবর শুরু হওয়ার আগে লেগস্পিনার অ্যাডাম জাম্পা এবং উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ইতোমধ্যে তাদের বিকল্প খেলোয়াড় ঘোষণা করেছে। জাম্পার বদলে প্রথম ওয়ানডেতে খেলবেন স্পিনার ম্যাথু কুনেমান, আর ইংলিসের বিকল্প হিসেবে ডাক পেয়েছেন জশ ফিলিপ, যিনি চার বছর পর ওয়ানডে দলে ফিরছেন। জাম্পা প্রথম ওয়ানডে থেকে পিতৃত্বকালীন ছুটির কারণে অংশ নিতে পারছেন না। ইংলিস পায়ের মাংসপেশির চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি এবং দ্বিতীয় ওয়ানডেতেও খেলা সম্ভব হবে না।
জশ ফিলিপ সাধারণত আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতির জন্য শেফিল্ড শিল্ডে খেলছেন। দ্বিতীয় ওয়ানডে থেকে তিনি জাতীয় দলে যুক্ত হবেন। সিএ আশা করছে, ইংলিস তৃতীয় ওয়ানডেতে সম্পূর্ণ ফিট হয়ে ফিরবেন।
জাম্পার স্ত্রী হ্যারিয়েট সন্তানসম্ভবা হওয়ায় পার্থে প্রথম ম্যাচ খেলা তার জন্য কষ্টসাধ্য। তবে সিরিজের পরবর্তী ম্যাচ ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জাম্পা খেলবেন।
ম্যাথু কুনেমান তিন বছর পর ওয়ানডে দলে ফিরেছেন। প্রথম ম্যাচে একাদশে থাকলে এটি তার ঘরের মাঠে ফরম্যাটটিতে প্রথম ওয়ানডে হবে। সাম্প্রতিক সময়ে কুনেমানকে আন্তর্জাতিক পর্যায়ে ভ্রমণ ও সীমিত সুযোগে অংশগ্রহণ করতে দেখা গেছে।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), হ্যাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), কপার কনলি, বেন ডারউইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ (উইকেটরক্ষক), জশ ফিলিপ (উইকেটরক্ষক), মিচেল ওয়েন, ম্যাট রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, ম্যাথু কুনেমান।
সিরিজের প্রথম ওয়ানডে পার্থে, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে অ্যাডিলেড ও সিডনিতে অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/ ঢা.প./সএ