AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিবচরে কৃষি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মাদারীপুর
১১:৫৭ পিএম, ১৪ অক্টোবর, ২০২৫

শিবচরে কৃষি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত

মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক শিবচর শাখার ব্যবস্থাপক মোঃ আশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংক ফরিদপুরের বিভাগীর কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক মাদারীপুর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোহাম্মদ নজরে মঈন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন মিয়া, সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুল জববার মিয়া।

সভায় ঋণ বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরাসরি কৃষক/ব্যবসায়ী/উদ্যোক্তা/ঋণ গ্রহীতাগণের সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রমের উপর গুরুত্বারোপ করা হয়। প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রমে সমাজের সব শ্রেণী ও পেশার মানুষের সমাগমের মাধ্যমে ঋণ বিতরণ সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়। সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও ঋণ গ্রহীতাগণ উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন, যাতে তারা স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ পায়।

একুশে সংবাদ//র.ন
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!