AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কবি নজরুল কলেজে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু করলেন ছাত্রদল নেতা আরমান


Ekushey Sangbad
কবি নজরুল কলেজ প্রতিনিধি
০৭:৩৭ পিএম, ৯ অক্টোবর, ২০২৫

কবি নজরুল কলেজে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু করলেন ছাত্রদল নেতা আরমান

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবার ব্যবস্থা করেছে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরমান হোসেন। যেটি কলেজের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কলেজ প্রশাসনের অনুমতি নিয়ে এই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। কলেজের সকল শিক্ষার্থীকে প্রযুক্তি সুবিধা প্রদানের জন্যই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী মোঃ আল-মামুন গাজী বলেন, আজকের যুগে বিজ্ঞান পড়াশোনা মানেই অনলাইনের সঙ্গে যুক্ত থাকা। অনেক সময় ক্লাসে শেখা কোনো বিষয় পুরোপুরি বুঝতে অনলাইন ভিডিও দেখা, গবেষণাপত্র পড়া বা নতুন কোনো পরীক্ষার প্রক্রিয়া দেখা প্রয়োজন হয়। এখন কলেজে ওয়াইফাই থাকায় এই কাজগুলো সহজে করা যাবে।

‎তিনি আরও বলেন, বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এ সেবা অত্যন্ত কার্যকর। কারণ বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা অনেকাংশে নির্ভর করে অনলাইন তথ্যসূত্রের উপর। মাল্টিমিডিয়া ক্লাস, বিভিন্ন গবেষণাপত্র, ল্যাব এক্সপেরিমেন্টের ভিডিও, সফটওয়্যার টিউটোরিয়াল,  অনলাইন সিমুলেশন কিংবা অনলাইনে বিজ্ঞানের বিভিন্ন কোর্স _সবকিছুই সহজে পাওয়া যায় ইন্টারনেটের মাধ্যমে। ফলে কলেজ ক্যাম্পাসে ওয়াইফাই সুবিধা থাকায় শিক্ষার্থীরা নিজেদের সময় আরও ফলপ্রসূভাবে কাজে লাগাতে পারবে।

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরমান হোসেন বলেন, ওয়াই-ফাই চালুর মূল উদ্দেশ্য হলো স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলা এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে সমান সুযোগ নিশ্চিত করা। অনেক সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে মোবাইল ডাটার অভাবে বিভাগীয় নোটিশ তৎক্ষণাৎ জানতে পারে না। ফলে ইন্টারনেট না থাকার কারণে তারা ক্যাম্পাসে উপস্থিত থেকেও গুরুত্বপূর্ণ ক্লাস মিস করে যায়।

তিনি আরও বলেন,  কলেজে অনেক শিক্ষার্থী লাইব্রেরিতে পড়াশোনা করে। তাদের পড়াশোনার সুবিধার কথা বিবেচনা করেই আমি এই উদ্যোগ নিয়েছি। ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন, এবং আমি সেই সংগঠনের একজন কর্মী হিসেবে আইনের প্রতি সম্মান রেখে অধ্যক্ষ স্যারের কাছে চিঠি প্রদান করেছি। অধ্যক্ষ স্যারের অনুমতি নিয়েই কাজটি সম্পন্ন করেছি। এই সুবিধা কলেজের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!