AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আহসানগঞ্জে ঢাকাগামী ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীর দুর্ভোগ


Ekushey Sangbad
নাজমুল হক নাহিদ, আত্রাই, নওগাঁ
০২:৩৫ পিএম, ১৫ অক্টোবর, ২০২৫

আহসানগঞ্জে ঢাকাগামী ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীর দুর্ভোগ

নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীরা দৈনন্দিন চরম দুর্ভোগে পড়েছেন। সান্তাহার ও নাটোরের মধ্যবর্তী এই স্টেশনটি ব্যবহার করে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী রাজধানী ঢাকায় যাতায়াত করেন।

জানা গেছে, নওগাঁ জেলার মধ্যে একমাত্র এই অবহেলিত স্টেশনে প্রতিদিন ৯ জোড়া ঢাকাগামী আন্ত:নগর ট্রেন চলাচল করে। এদের মধ্যে নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ থাকলেও আসন সংখ্যা সীমিত হওয়ায় অনেক যাত্রী টিকিট পাওয়ায় ব্যর্থ হন। বিশেষ করে আত্রাই, বাগমারা (রাজশাহী), সিংড়া (নাটোর) ও রাণীনগর উপজেলা থেকে আগত যাত্রীদের ট্রেন নির্ভরতার কারণে সমস্যাটি আরও তীব্র।

স্থানীয় সচেতন মহলের দাবি, আহসানগঞ্জ স্টেশনে কমপক্ষে চিলাহাটি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেনের ঢাকাগামী যাত্রা বিরতি কার্যকর করলে এলাকার যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে।

আত্রাইয়ের ভবানীপুর গ্রামের মনিরুল ইসলাম বলেন, “আমরা ঢাকায় কর্মরত। বিভিন্ন সময়ে বাড়িতে যাতায়াত করতে গেলে আত্রাই স্টেশনে ট্রেনের স্টপেজ না থাকায় চরম বিড়ম্বনার শিকার হই। বিশেষ করে পরিবারসহ ভ্রমণ করলে সমস্যা আরও গুরুতর হয়। যদি আরও ২-৩টি ঢাকাগামী আন্ত:নগর ট্রেন এখানে স্টপেজ পায়, তবে আমরা ও পার্শ্ববর্তী এলাকার মানুষ খুব উপকৃত হবো।”

আত্রাই রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার জানান, “আহসানগঞ্জ স্টেশনে আরও কয়েকটি ঢাকাগামী আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি কার্যকর হলে রেলের রাজস্বও বৃদ্ধি পাবে, কারণ এখানে যাত্রী চাহিদা অনেক বেশি।”

একুশে সংবাদ // র.ন

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!