AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদগঞ্জে নতুন ইউএনও সেটু কুমার বড়ুয়ার যোগদান



ফরিদগঞ্জে নতুন ইউএনও সেটু কুমার বড়ুয়ার যোগদান

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সেটু কুমার বড়ুয়া। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি সদ্য বিদায়ী ইউএনও ও প্রশাসক সুলতানা রাজিয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর খ্রিস্টাব্দে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সেটু কুমার বড়ুয়াকে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ প্রসঙ্গে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া বলেন, "ফরিদগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে ও জনসেবায় আমি কাজ করে যেতে চাই। এই উপজেলাকে আরও এগিয়ে নিতে আমি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক এবং সকল স্তরের জনসাধারণের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।"

অন্যদিকে, সদ্য বিদায়ী ইউএনও সুলতানা রাজিয়া পদোন্নতি পেয়ে কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে যোগদান করেছেন। তার সফল কর্মজীবনের জন্য উপস্থিত সকলেই শুভকামনা জানান।

প্রশাসনিক দায়িত্বে এই নতুন রদবদলকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জের বিভিন্ন মহল আশা প্রকাশ করেছে যে, নবাগত ইউএনওর মাধ্যমে উপজেলায় সরকারের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ আরও উন্নত সেবা পাবে।

দায়িত্ব গ্রহণের পর স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত ইউএনও সেটু কুমার বড়ুয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

একুশে সংবাদ // র.ন

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!