AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় উপ-অর্থ সম্পাদক হলেন পবিপ্রবির সোহান



তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় উপ-অর্থ সম্পাদক হলেন পবিপ্রবির সোহান

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর ২০২৫-২৬ কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদে উপ-অর্থ সম্পাদক মনোনীত হয়েছেন বাংলাদেশ তরুণ-কলাম লেখক ফোরাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সভাপতি নুরুন্নবী সোহান। 

পাঁচ অক্টোবর ২০২৫(রবিবার) তারিখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর উপদেষ্টা মাহাদি হাসান মজুমদার ও মোঃ ফয়সাল আহাম্মদ এর স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেয়া হয়। 

নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে নুরুন্নবী সোহান বলেন, ❝“সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়”—এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণদের সৃজনশীলতার এক উজ্জ্বল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এই সংগঠনের হাত ধরেই আমি লেখক হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পেয়েছি। ২০২৪-২৫ সেশনে পবিপ্রবি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে নতুন লেখক তৈরি ও সংগঠনকে এগিয়ে নিতে কাজ করেছি।❞

এছাড়া তিনি আরও বলেন, ২০২৫-২৬ সেশনে আমাকে কেন্দ্রীয় উপ-অর্থ সম্পাদক পদে মনোনীত করায় আমি কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদ, কেন্দ্রীয় সভাপতি সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে, তা সর্বোচ্চ দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, "আমি বিশ্বাস করি, কেন্দ্রীয় সভাপতি সজীব প্রধান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম আরও দূর এগিয়ে যাবে এবং এর কার্যক্রম দেশ-বিদেশে বিস্তৃত হবে ইনশাআল্লাহ।"

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম একটি জাতীয় সংগঠন, যা তরুণ লেখকদের দক্ষতা উন্নয়ন এবং লেখালেখির চর্চায় সহায়তা করার লক্ষ্য নিয়ে কাজ করে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!