ব্রাহ্মণবাড়িয়া থেকে ভারতীয় প্রতারকের প্রলোভনে পাচার হওয়া সুনামগঞ্জের এক তরুণীকে উদ্ধার করেছে র্যাব-৯। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে র্যাব-৯ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের আসাম রাজ্যের রেজাউল করিম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুনামগঞ্জ সদর থানার মোছাঃ তাছনিম জাহান আলো (২০) এর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। পরে রেজাউল করিম মিথ্যা বিবাহের আশ্বাস ও প্রলোভন দেখিয়ে ভিকটিমকে তার নিজ এলাকা থেকে ১৩ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যান।
তাছনিম জাহান নিখোঁজ হওয়ার পর তার বড় ভাই সুনামগঞ্জ সদর থানায় নিখোঁজ ডায়েরি করেন। র্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার অভিযান শুরু করে। গত মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সদর এলাকার ঘাটিয়ারা “হোটেল থ্রি স্টার আবাসিক” হোটেলের ৫০৭ নম্বর রুমে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় রেজাউল করিমকে পাওয়া যায়নি, তাই তাকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। র্যাবের তথ্য অনুযায়ী, রেজাউল করিম একজন প্রতারক ও মানবপাচারকারীর সক্রিয় সদস্য এবং ভিকটিমকে ভারতের দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে হোটেলে অপেক্ষা করতে বলেছিল।
র্যাব-৯ এ ঘটনায় আরও তদন্ত করছে এবং ভিকটিমকে পাচারের চেষ্টা করা প্রতারককে আইনের আওতায় আনার তৎপরতা চালাচ্ছে।
একুশে সংবাদ // র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

