শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে শহরের রঘুনাথ বাজার এলাকার জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব মামুনুর রশিদ পলাশের নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বিএনপি এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। এছাড়া তারা বলেন, নির্বাচন সংক্রান্ত যে কোনো ষড়যন্ত্র হলে তার জবাব রাজপথেই দেওয়া হবে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সকল নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ দলীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে