AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাইবার বুলিং ও নিপীড়নের প্রতিবাদে ডিআইইউতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি


Ekushey Sangbad
ডিআইইউ প্রতিনিধি
০৬:৫৯ পিএম, ২ সেপ্টেম্বর, ২০২৫

সাইবার বুলিং ও নিপীড়নের প্রতিবাদে ডিআইইউতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও ডাকসু প্রার্থীকে শিবির নেতার প্রকাশ্য গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে নারী শিক্ষার্থীদের ওপর শিবির কর্মীদের অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়ে পলাশ মোড় প্রদক্ষিণ শেষে পুরাতন ক্যাম্পাসের লাল ভবনের সামনে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। 

কর্মসূচিতে শিক্ষার্থীরা স্লোগান দেন, গুপ্ত তুমি সুপ্ত হও, সাইবার বুলিং বন্ধ করো, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, নারী নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না ।

ডিআইইউ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান চাঁদ বলেন, শিবির তথা সাবেক ছাত্রলীগের অনলাইন সন্ত্রাসীরা নারী শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে সাইবার বুলিং ও গণধর্ষণের হুমকি দিচ্ছে। এতে প্রমাণ হয়েছে নাম পরিবর্তন করলেও তাদের চরিত্র পরিবর্তন হয়নি। 

তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না এবং নারীর সম্মান করে না, তাদের রাজনীতি করার অধিকার নেই। জনগণ ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেবে। 

কর্মসূচিতে শাখা সভাপতি রাকিবুল হাসান চাঁদ ছাড়াও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল হৃদয়, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মঈন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার সাগর এবং দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ উপস্থিত ছিলেন। 

নারী শিক্ষার্থীদের প্রতি হুমকি, সাইবার বুলিং ও হেনস্তার বিরুদ্ধে শিক্ষার্থীরা একক কণ্ঠে প্রতিজ্ঞা ব্যক্ত করেন এই আন্দোলন শুধু ডিআইইউ নয়, সারাদেশের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সম্মানের আন্দোলন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!