“শুধু নেতা পরিবর্তন করে কোনো লাভ হবে না, পরিবর্তন আনতে হবে ব্যবস্থায়। নীতির পরিবর্তনই প্রয়োজন। ইসলামী শাসন দেশের মুক্তির একমাত্র পথ।” – জানিয়েছেন চরমোনাই পীর।
শুক্রবার (২৯ আগস্ট) নওগাঁর মান্দা উপজেলার ১২নং কাঁশোপাড়া ইউনিয়নের কুলিহার বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইউনিয়ন শাখা আয়োজিত এক গণসমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে পীর সাহেব এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নওগাঁ জেলা শাখার সভাপতি মাষ্টার মো. আশরাফুল ইসলাম। তিনি বলেন, “বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের প্রকৃত মতামতার প্রতিফলন ঘটে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করা জরুরি।”
প্রধান আলোচক ইসলামী আন্দোলন বাংলাদেশ, নওগাঁ জেলা সাংগঠনিক সম্পাদক ও মান্দা-৪ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মো. সোহরাব হোসাইন (ওয়ারেস) বলেন, “দেশে আজ অন্যায়-অবিচারের রাজত্ব চলছে। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে আর কেউ রাজনৈতিক হামলা, মিথ্যা মামলা বা জান-মালের নিরাপত্তাহীনতায় ভুগবে না।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা শাখার সভাপতি মাও. মো. মোহসীন আলী, সাংগঠনিক সম্পাদক মাও. মো. যোবায়ের আহ্মেদ কাসেমী, এবং ১২নং কাঁশোপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ ক্বারী মো. শাকেরুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মাওলানা মো. আতাউর রহমান এবং সঞ্চালনায় ছিলেন অর্থ সম্পাদক হাফেজ মাওলানা এমরুল কায়েস। আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়বে এবং ইসলামী আন্দোলনের বার্তা আরও বিস্তৃত হবে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে