AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
জরুরি একাডেমিক কাউন্সিলের দাবী:

২৪ ঘন্টার আল্টিমেটাম দিলেন পবিপ্রবির এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীরা


Ekushey Sangbad
আব্দুল্লাহ মুহসিন, পবিপ্রবি প্রতিনিধি
০৫:০৮ পিএম, ১ সেপ্টেম্বর, ২০২৫

২৪ ঘন্টার আল্টিমেটাম দিলেন পবিপ্রবির এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীরা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চলমান কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনের সুষ্ঠু সমাধানের লক্ষ্যে জরুরী একাডেমিক কাউন্সিলের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিলেন আন্দোলনরত এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এএনএসভিএম অনুষদের লেভেল ৪ সেমিস্টার -১ এর শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক বলেন," আমাদের যৌক্তিক আন্দোলনের সুষ্ঠু সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন এবং ১০ কার্য দিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিলো। গতকাল দশদিন পেরিয়ে গেলেও তারা সঠিক সময়ে সেটি জমা দেন নি। যার পরিপেক্ষিতে আমরা এএনএসভিএম অনুষদ কমপ্লিট শাটডাউনের আওতায় আনতে বাধ্য হই।"

তিনি আরও বলেন,"যেই কমিটি গঠন করা হয়েছে তা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে ভোটের ব্যবস্থা করে এবং সেখানে প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে ভোট প্রদান করেন। এমতাবস্থায় আগামী ২৪ ঘন্টার মধ্যে কমিটি তাদের রিপোর্ট প্রদান না করলে এবং আন্দোলনের সুষ্ঠু সমাধানে জরুরি একাডেমিক কাউন্সিল গঠন না করলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।"

একই সাথে আমাদের যৌক্তিক আন্দোলনে বাকৃবিতে আমাদের ভাইদের উপর বহিরাগত সন্ত্রাসি দ্বারা যারা হামলা চালিয়েছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনতে বাকৃবি প্রশাসনের নিকট অনুরোধ জানাই।

প্রো-ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন,"ভিসি স্যার জরুরি কাজে ক্যাম্পাসের বাহিরে থাকার কারণে কমিটির রিপোর্ট জমা দিতে সময় লেগেছে, আশাবাদী কালকের মধ্যে রিপোর্ট আমরা হাতে পেয়ে যাবো। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী গঠিত কমিটি পজিটিভ রিপোর্ট জমা দিবে এটা আশা করছি। 

তিনি আরও বলেন,"জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের ব্যাপারে আমরা ভিসি স্যারকে সুপারিশ করবো যেনো এটা দ্রুত সমাধান হয়।"

উল্লেখ্য যে, পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ৩১জুলাই থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন এবং এনিম্যাল হাজবেন্ড্রির একত্রে কম্বাইন্ড ডিগ্রির দাবীতে আন্দোলন শুরু করেন এবং ৩১ আগষ্ট পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসস্থ এএনএসভিএম অনুষদ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন। সেই থেকে এই অনুষদে ক্লাস পরীক্ষা সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!