শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় অভিনব কৌশলে ভারতীয় শাড়ি ও কসমেটিকস পাচারের চেষ্টা করা হলে ৪৫০ পিস ভারতীয় শাড়ি এবং ৫০০ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।
অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান বলেন, “সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। আমরা দিনরাত ২৪ ঘণ্টা সজাগ থেকে দায়িত্ব পালন করছি। মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/শে.প্র/এ.জে