পাবনার ফরিদপুরে একটি ট্রাকের চাপায় মটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আউলিয়া খাতুন (২৫) ও তার কন্যা সুমাইয়া (৭)। অন্যদিকে আউলিয়া খাতুনের স্বামী ও মটরসাইকেল চালক সোহেল রানা (২৮) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলার ডেমরা ইউনিয়নের চকচকিয়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থেকে সোহেল রানা স্ত্রী ও সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
গুরুতর আহত সোহেল রানাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। উন্নত চিকিৎসার জন্য তাকে পরে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা চলছে।
একুশে সংবাদ/পা.প্র/এ.জে