নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা রঙিন ব্যানার ও ফেস্টুন নিয়ে শহরে সমবেত হন। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এক বিশাল জনসমাবেশে রূপ নেয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট এম. এ. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির আগামী কর্মসূচি নিয়ে আলোচনা করেন। তারা দলীয় ঐক্য দৃঢ় করার পাশাপাশি গণতান্ত্রিক অধিকার সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নেতাকর্মীদের স্লোগান ও উল্লাসে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত হয়, যা দলের ঐক্য ও রাজনৈতিক বার্তাকে আরও জোরালোভাবে প্রতিফলিত করে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে