মাদকের ২৫ মামলার আসামী ও “মাদক সম্রাট” খ্যাত আরমান আলী (৩৮)কে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার আগে পৌর শহরের কলেজ বাজার এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আরমান জগথা মহল্লার মৃত শেখ আহম্মদ আলীর ছেলে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, আরমান আলী দীর্ঘদিন ধরে পীরগঞ্জসহ আশপাশের উপজেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। পুলিশ তাকে একাধিকবার গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে, কিন্তু জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসায় লিপ্ত হন। তার নিয়ন্ত্রণে এলাকায় একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে।
আরমানের বিরুদ্ধে ২৫টি মাদক মামলা ছাড়াও দেশীয় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি বেশ কয়েকটি মামলার গ্রেপ্তারী পরোয়ানা ভোগ করছেন এবং একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার আগে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি তাজুল ইসলাম জানান, বুধবার তাকে আদালতে তোলা হবে।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে