AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক দিনে দেশে প্রবাসী আয়ে ১,১১০ কোটি টাকা প্রবাহ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১০ পিএম, ২ সেপ্টেম্বর, ২০২৫

এক দিনে দেশে প্রবাসী আয়ে ১,১১০ কোটি টাকা প্রবাহ

সেপ্টেম্বরের প্রথম দিনেই প্রবাসীদের পাঠানো অর্থে দেশে এসেছে ৯ কোটি ১০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ১১০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তবে আগের বছরের একই দিনে রেমিট্যান্স এসেছিল ১৫ কোটি ডলার। সে হিসাবে চলতি বছরের প্রথম দিনে প্রবাসী আয় কমেছে প্রায় ৩৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বরের প্রথম দিন পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৪৯৯ কোটি ১০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭০ কোটি ডলার বেশি। এতে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৪০ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহে ওঠানামা দেখা গেছে। জানুয়ারিতে এসেছিল ২১৮ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ডলার, মে মাসে ২৯৬ কোটি ডলার, জুনে ২৮২ কোটি ডলার এবং জুলাইয়ে আসে ২৪৭ কোটি ডলার।

 

একুশে সংবাদ/এন.ট/এ.জে

Link copied!