AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি


Ekushey Sangbad
তারিক আফজাল, অর্থনীতিবিদ
১১:২২ পিএম, ১৮ জুলাই, ২০২৫

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

লক্ষ প্রাণ, সম্ভ্রম আর আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১—আমাদের স্বাধীনতা।

মহান মুক্তিযুদ্ধের জন্মভূমি, দেশপ্রেমিকের জন্মভূমি, সেজদাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই জন্মভূমি—তোমায় ভালবাসি।

অপার সম্ভাবনার এই দেশ আজ আন্তর্জাতিক বিশ্বে সমাদৃত। পোশাক শিল্প, ওষুধ, হস্তশিল্প, চামড়া, চা ও কৃষি—আজ বহুমুখী রপ্তানির পণ্য। মানবসম্পদ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এবং বাঙালির পদচারণা অব্যাহত রয়েছে, যা এক অসাধারণ অর্জন।

মসজিদের শহর ঢাকা, চট্টগ্রাম বন্দর আর লালনের খ্যাতি আজও বাংলার গৌরব।

সাম্প্রদায়িক সম্প্রীতি আর সৌহার্দ্য আমাদের বৈশিষ্ট্য।

কালের আবর্তে, পরিবর্তনশীল এই সমাজে আজ ‘দূরত্ব’ যেন এক পরিচিত শব্দ। একতা আর দেশপ্রেম আজ আঠারো কোটি মানুষের এক স্বপ্ন, যা অর্জনে আত্মত্যাগেও প্রস্তুত বহু প্রাণ।

সময়ের পরিক্রমায়—উন্নয়ন, শ্রমশক্তি, উন্মুখ চেতনার বিকাশ ও আধুনিক প্রযুক্তি আজ বাংলার প্রতিটি ঘরে বিদ্যমান। মুক্ত এই জাতি আজ এক শান্ত জীবনের অনুসন্ধানে আর বিশ্বস্ত প্রাণের খোঁজে আকুল প্রতীক্ষায় রত।

অর্থনৈতিক প্রবৃদ্ধি, বেকারত্ব হ্রাস ও সুশাসন—আগামীর বাংলাদেশ গড়ার এক মূলমন্ত্র। রপ্তানি বৃদ্ধি, রেকর্ড রেমিট্যান্স আয়, কৃষির উন্নয়ন, নারী উদ্যোক্তা সৃষ্টি ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ আজ সময়ের দাবি।

জাতীয় বাজেট সংরক্ষণে সরকারের ঋণের মাত্রা নিরূপণ, আয়কর সংগ্রহের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতির প্রসার, প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সুবিধা বৃদ্ধি, সহজ শর্তে ক্ষুদ্র ও কৃষি ঋণ প্রদানের প্রসার—বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নকে আরও গতিশীল করবে।

বাংলাদেশ সকল যোগ্য নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। কবির সেই অমর উচ্চারণ— “এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সেজে আমার জন্মভূমি।”

দীর্ঘতম সমুদ্রসৈকত আর পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা—দেশি ও বিদেশি পর্যটকের প্রাণকেন্দ্র। হযরত শাহ জালাল (রহ.), হযরত শাহ পরান (রহ.) ও আরও অনেক আউলিয়া এই মাটিতে শায়িত আছেন। শ্রদ্ধাশীল এই মাটি ইতিহাসের নিবিড় সাক্ষী। পর্যটনের প্রসারে উন্নত মানসিক সংহতি আজ বিশেষ প্রয়োজন।

“আমরা বাঙালি, দুর্গম গিরি বহিয়া পার হইব সকল পথ, আনিব প্রশান্তি, করিব জয়—বিশ্ব দেখিবে আমাদের বিজয়।”

তিতুমীরের ইতিহাস স্মরণে এক বিলাতি সেনাপ্রধানের উক্তি—“বন্ধুগণ, আজ আমরা যুদ্ধে জয়ী হয়েছি ঠিকই, কিন্তু প্রাণ দিয়েছেন এক দেশভক্ত মহাপুরুষ। আসুন, আমরা তাঁর আত্মার প্রতি সম্মান জানাই।”

সবার উপরে দেশ।

— তারিক আফজাল

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!