শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শহরের নিউমার্কেট মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রঘুনাথ বাজারে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, শফিকুল ইসলাম মাসুদ, কামরুল হাসান ও সানসিলা জেবরিন প্রিয়াংকা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহামেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে আলম মনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অর রশীদ মামুন, সদস্য সচিব নিয়ামূল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহাম্মেদ সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে কার্যালয়ের সামনে সমবেত হন। পরে ব্যানার-ফেস্টুন ও শ্লোগানে বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
একুশে সংবাদ/এ.জে