বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার বিকেলে পৌরসভা পার্কে বিএনপির নেতাকর্মীরা সমবেত হন। পরে জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালির নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম (চাইনিজ)। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম (চাইনিজ) এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত বিএনপিকে ফ্যাসিস্ট সরকারের সময়ে বারবার নিঃশেষ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বর্তমানে দেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হায়াত উদ্দৌলা, পৌর বিএনপির সভাপতি মো. সারোয়ার জাহান, সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস (বুলু), বিএনপি নেতা ওবায়েদ পাঠান, ইয়াজদানি জর্জসহ অন্যান্য নেতাকর্মীরা।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে