AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে যানজট নিরসনে ফুটপাতের দুই ব্যবসায়ীর জরিমানা



সাদুল্লাপুরে যানজট নিরসনে ফুটপাতের দুই ব্যবসায়ীর জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলার ব্যস্ততম চৌমাথা মোড়ে দীর্ঘদিন ধরে নিত্যদিনের যানজটে অসহনীয় জনদুর্ভোগ নিরসনের জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিনের নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সাদুল্লাপুর চৌমাথা মেইন রাস্তা দখল করে কয়েকজন ব্যবসায়ী অবৈধভাবে ব্যবসা করে আসছিলেন। এতে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হতো। এ কারণে এসব ব্যবসায়ীর দোকান ঘর সরিয়ে নেওয়ার জন্য বারবার বলা হলেও তারা কর্ণপাত না করায়, রাস্তার ওপর মালামাল রাখার দায়ে শান্ত ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ মমিনকে ৫ হাজার টাকা এবং ফল ব্যবসায়ী মোঃ রহিদুল ইসলামকে ২ হাজার টাকা দণ্ডবিধি ১৮৬০ ধারার আইনে জরিমানা করা হয়।

অভিযানের সময় অবৈধভাবে পার্কিং করা অটোবাইক, সিএনজি এবং বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত যানবাহনও আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব যানবাহনের চালকদের সঙ্গে দণ্ডবিধি ১৮৬০ সালের প্রণীত আইনের প্রয়োগ নিয়ে বিশদ আলোচনা করে সতর্ক করেন। এরপর চালকরা প্রতিশ্রুতি দেন যে, ভবিষ্যতে তারা এই আইন অমান্য করবেন না। প্রথমবারের মতো তাদের কোন জরিমানা ছাড়াই আটকৃত যানবাহনগুলো ছেড়ে দেওয়া হয়।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সাদুল্লাপুর উপজেলার চৌমাথা মোড়ে যানজট নিরসনে জনসচেতনতা ও সতর্কতার লক্ষ্যে রাস্তা ঘেঁষে গড়ে তোলা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সকল ধরনের যানবাহন চালকদের যত্রতত্র গাড়ি পার্কিং না করতে এবং যাত্রী ওঠানামা সুষ্ঠুভাবে করতে ব্যাপক প্রচারণা চালানো হয়। এই নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়। এমন ঘোষণার পরও যানবাহন চালক ও ব্যবসায়ীদের মধ্যে এর যথাযথ গুরুত্ব দেখা যায়নি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনসচেতনতা ও সতর্কতার জন্য প্রাথমিকভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এরপরেও যদি কেউ আইন অমান্য করে, ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে।

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!