AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদনে ৬১৮ পিস ইয়াবা সহ পাঁচ যুবক আটক


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৬:৫৩ পিএম, ২ সেপ্টেম্বর, ২০২৫

মদনে ৬১৮ পিস ইয়াবা সহ পাঁচ যুবক আটক

নেত্রকোনার মদনে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬১৮ পিস ইয়াবা সহ পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার মদন উত্তরপাড়া ও কদমতলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন: মোঃ রুবেল মিয়া (৩২), মদন উত্তরপাড়া গ্রামের আব্দুল মাওলার ছেলে, মহিবুল (২৬), কদমশ্রী গ্রামের আবুল মিয়ার ছেলে, হিরন মিয়া (৩০), পরশখিলা ভাটিপাড়া গ্রামের ইসরাফিলের ছেলে, মিলন শেখ (৩২), তিয়শ্রী উত্তরপাড়া গ্রামের কহোজ মিয়ার ছেলে, আনোয়ার হোসেন (২৮), বড়িকান্দি গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আটককৃতরা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা এবং কয়েকটি অঞ্চলে মাদক বাণিজ্যের নিয়ন্ত্রণ করত। দীর্ঘদিন পুলিশের নজরে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে মধ্যরাত থেকে ভোর চারটার মধ্যে তাদেরকে ইয়াবাসহ আটক করে।

মদন থানার ওসি মোঃ শামসুল আলম শাহ বলেন, "মাদকমুক্ত মদনের জন্য অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তারা নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।"

 

একুশে সংবাদ/নে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!