প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রতি আহ্বান জানিয়েছেন, দায়িত্ব পালনে যেন তারা সম্পূর্ণ নিরপেক্ষ থাকেন।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই দিনব্যাপী কোর ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। অনুষ্ঠানে সিইসির সঙ্গে কমিশনের অন্যান্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, “নির্বাচনে পেশাদারিত্ব বজায় রাখতে হবে। নৈতিকতা যাতে ক্ষুণ্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আইনকানুনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যোগাযোগে ব্যর্থতা ঘটলে পুরো প্রক্রিয়াই ভুল পথে চলে যেতে পারে।”
তিনি আরও উল্লেখ করেন, পূর্বের তুলনায় এখন নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে। এসব মোকাবিলায় নির্বাচন কর্মকর্তাদের সতর্ক ও সচেতন থাকতে হবে।
একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইসি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে। তবে সুনির্দিষ্ট ভোটগ্রহণের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। কমিশন জানিয়েছে, রমজানের আগে নির্বাচন সম্পন্ন হবে এবং তফসিল ঘোষণা করা হবে ভোটের অন্তত ৬০ দিন আগে।
একুশে সংবাদ/ই.ট/এ.জে