AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই সনদ চূড়ান্তের আগে রোডম্যাপ ঘোষণা প্রতিশ্রুতি ভঙ্গের শামিল : এনসিপি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২৭ পিএম, ২৮ আগস্ট, ২০২৫

জুলাই সনদ চূড়ান্তের আগে রোডম্যাপ ঘোষণা প্রতিশ্রুতি ভঙ্গের শামিল : এনসিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে জুলাই সনদ চূড়ান্ত না করেই এই রোডম্যাপ প্রকাশ করা সরকারের অঙ্গীকার ভঙ্গের সমতুল্য বলে দাবি করেছে দলটি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরে এনসিপি। লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এ সময় উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলসহ অন্যান্য নেতারা।

আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের পর জনগণের প্রত্যাশা ছিল বিচার ও কাঙ্ক্ষিত সংস্কার। সেই ধারাবাহিকতায় সরকার সংস্কার কমিশন গঠন করে, যেখানে অন্যান্য দলের মতো এনসিপিও মতামত দিয়েছিল। ঐকমত্য কমিশনের আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের জন্য ছয়টি প্রস্তাব উঠে আসে, যার মধ্যে এনসিপি গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছিল।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা একতরফাভাবে নির্বাচনের সময় ঘোষণা করলেও বৃহত্তর স্বার্থে এনসিপি তা মেনে নেয়। তবে নির্বাচন আয়োজনের আগে সংস্কার অগ্রগতি নিশ্চিত করা জরুরি ছিল। কিন্তু দেখা যাচ্ছে, ঐকমত্য কমিশনের বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে এবং এখনো জুলাই সনদের আইনি ভিত্তি নির্ধারণ করা হয়নি। ফলে রোডম্যাপ প্রকাশ প্রতিশ্রুতি ভঙ্গের শামিল হয়েছে।

এনসিপির এই নেতা বলেন, গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন অপরিহার্য। তাই নির্বাচনী রোডম্যাপ ইতিবাচক উদ্যোগ হলেও জুলাই সনদকে আইনি ভিত্তি না দিয়ে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে নতুন সংকট তৈরি করতে পারে। এর দায়ভার সরকারের ওপরই বর্তাবে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!