ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে প্রায় ১ লাখ ১০ হাজার টাকার মূল্যমানের ১০০০ মিটার কারেন্টজাল ও ২৫টি নিষিদ্ধ চায়না দুয়াড়ী জাল উদ্ধার করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, “অবৈধ কারেন্টজাল ও চায়না দুয়াড়ী ব্যবহারের কারণে মৎস্য সম্পদ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা সবাইকে সচেতন থাকতে এবং নিয়ম মেনে মৎস্য আহরণ করতে অনুরোধ করছি।”
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে