ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেছেন, “তৃণমুল কর্মীই বিএনপির প্রাণ।”
তিনি আরও বলেন, “ইতি মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। তাই নেতাকর্মীদের সজাগ থেকে গ্রাম-পর্যায়ে কাজ করতে হবে, যাতে বিএনপির (ধানের শীর্ষ) ভোট বৃদ্ধি পায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্রিয় নেতা) তারেক রহমানের সালাম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”
তিনি এসব কথা বলেন বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনে।
বানিহালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হেকিম মন্ডল সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য সচিব আব্দুস ছামাদ খোকন এবং যুগ্ম আহ্বায়ক ছায়াদুল ইসলাম মন্ডলের সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, বানিহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মির্জা মিজানুর রহমান লুলু বেগ এবং ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম. আমিনুল ইসলাম।
উপস্থিত ছিলেন আরও উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে