ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অচলাবস্থা কাটাতে সরাসরি সংলাপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই ইস্যুর টেকসই ও শান্তিপূর্ণ সমাধান খুঁজতে ওয়াশিংটন আলোচনায় বসতে প্রস্তুত।
শুক্রবার (২৯ আগস্ট) রুশ সংবাদমাধ্যম তাস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।
এক বিবৃতিতে রুবিও বলেন, “ইরান যাতে কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেই নিশ্চয়তা দিতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। আমরা সবসময়ই সরাসরি সংলাপের জন্য প্রস্তুত।”
এদিকে ২০১৫ সালের চুক্তির অধীনে প্রত্যাহারকৃত জাতিসংঘের কিছু নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। রুবিও মনে করেন, এ উদ্যোগ কূটনৈতিক আলোচনার পথে অন্তরায় নয়, বরং আলোচনাকে আরও শক্তিশালী করবে।
তিনি বলেন, “স্ন্যাপব্যাক প্রক্রিয়া আমাদের আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক নয়। বরং এটি সমঝোতার জন্য চাপ বাড়াবে এবং শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা জোরদার করবে।”
একুশে সংবাদ/আ.ট/এ.জে