সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির কাউন্সিল আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে এ কাউন্সিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি পর্যায়ক্রমে দ্রুত আরও চারটি ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় আনুষ্ঠানিকভাবে এ তারিখ ঘোষণা করা হয়। সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াতকে প্রধান নির্বাচন কমিশনার এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম মজনুকে সহকারী প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার, মো. মোশাহিদ তালুকদার এবং আহ্বায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ২ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৩ সেপ্টেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ৮ সেপ্টেম্বর কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
কর্মীসভায় আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে ও ১নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের আহ্বায়ক সুজন মিয়া, সদর ইউনিয়নের আহ্বায়ক কামাল মিয়া প্রমুখ।
এরই মধ্যে উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় চাপাইতি বাজারে এবং বিকেলে দাতিয়াপাড়া নতুন বাজারে এ সম্মেলন হয়। দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সুজন মিয়ার সভাপতিত্বে এবং মো. নজরুল ইসলাম ও তাইজুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শাহেবুর আলম, ইনামুল গনি রুবেল, নেকবর হোসেন, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সানোয়ার হোসেন প্রমুখ।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে