AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাতার ও মোজাম্বিকের মধ্যে ২০ বিলিয়ন ডলারের চুক্তি


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
১১:০৬ পিএম, ২৮ আগস্ট, ২০২৫

কাতার ও মোজাম্বিকের মধ্যে ২০ বিলিয়ন ডলারের চুক্তি

কাতারের বিনিয়োগ প্রতিষ্ঠান আল মানসুর হোল্ডিং মোজাম্বিকের সঙ্গে ২০ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৫৫ বিলিয়ন র‍্যান্ড) মূল্যের একটি ঐতিহাসিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।

মোজাম্বিক সরকার জ্বালানি ও কৃষি খাতকে অগ্রাধিকার দিচ্ছে, আর এই চুক্তির মাধ্যমে সেই খাতগুলোতে বিনিয়োগের সহায়তা করা হবে বলে প্রেসিডেন্ট ড্যানিয়েল চাপোর কার্যালয় নিশ্চিত করেছে।

গতকাল মঙ্গলবার রাজধানী মাপুতোতে সংস্কার ও কৌশলগত প্রকল্প অফিসের নির্বাহী সমন্বয়কারী ওসভালদো মাচাটিন এবং আল মানসুর হোল্ডিংয়ের চেয়ারম্যান শেখ মনসুর বিন জাবর বিন জাসিম আল থানির প্রতিনিধি এই চুক্তিতে স্বাক্ষর করেন।

শেখ মনসুর বিন জাবর বিন জাসিম আল থানি (কাতারের শাসক পরিবারের সদস্য) বলেন, “আমরা প্রতিযোগিতা করতে আসিনি, আমরা সহযোগিতা করতে এসেছি। আমরা নিতে আসিনি, আমরা গড়তে এসেছি। আফ্রিকার সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

এই বিনিয়োগকে আফ্রিকার প্রতি কাতারের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের অংশ হিসেবে দেখা হচ্ছে। গত দুই সপ্তাহে প্রতিষ্ঠানটি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, জাম্বিয়া ও বতসোয়ানার সঙ্গেও বড় অঙ্কের বিনিয়োগ চুক্তি করেছে।

বিশ্লেষকদের মতে, মোজাম্বিকের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি নিরাপত্তা জোরদার করতে এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - প্রবাস

Link copied!