নওগাঁর মান্দায় ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের হোসেনপুর-দাইমা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার চলাচলের অনুপযোগী রাস্তাটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।বুধবার(২৭ আগস্ট) বিকেলে উক্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সহ-সভাপতি মকলেছুর রহমান মকে।
এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাম্মেল হক, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, যুগ্ম আহ্বায়ক এনামুল হক মাষ্টার, সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু, যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক আকিব জাওয়াদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সহিদুজ্জামান ছালেক, মৎসজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, কৃষকদল নেতা এজানুর রহমান ও সোহরাব হোসেন, ভারশোঁ ইউপি যুবদলের সভাপতি আব্দুল আলীম, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন, কুসুম্বা ইউপি যুবদলের সভাপতি মোর্শেদ আলী কারেন্ট, মান্দা ইউপি যুবদলের সভাপতি এরশাদ আলী, উত্তরা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি জয়নাল আবেদীন এবং মান্দা মমিন শাহানা সরকারি ছাত্রদলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বাঁধন প্রমুখ। এছাড়াও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই উপলক্ষে হোসেনপুর গ্রামে একটি উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মকলেছুর রহমান বলেন, “সাধারণ মানুষের কষ্ট লাঘব ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্যই এ কাজ হাতে নেওয়া হয়েছে। দলীয় পরিচয় নয়, মানুষের কল্যাণই আমার মূল লক্ষ্য।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে