AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের গাড়িতে ডাকাতির চেষ্টা, প্রতিবাদে তীব্র নিন্দা



যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের গাড়িতে ডাকাতির চেষ্টা, প্রতিবাদে তীব্র নিন্দা

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর গাড়িতে ডাকাতির উদ্দেশ্যে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটের দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী অবস্থায় মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় সংঘবদ্ধ একদল ডাকাত এই হামলা চালায়।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়, ব্যস্ততম মহাসড়কে ডাকাতরা প্রথমে গাড়ি থামানোর চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে জানালা ভেঙে যায়। এ সময় গাড়িতে মহাসচিবের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তবে চালকের বুদ্ধিমত্তা ও সাহসী পদক্ষেপে দ্রুত গাড়ি চালিয়ে যাত্রীদের প্রাণে রক্ষা করা সম্ভব হয়।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, দেশের ব্যস্ততম মহাসড়কে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

সংগঠনটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। একই সঙ্গে মহাসড়কে সাধারণ যাত্রী ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি আরও জোরদার করার আহ্বান জানায়।

 


একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!