ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দায়িত্ব পেয়েছেন জাহিদুল হক জাবেদ। তিনি পূর্বে চেম্বারের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার সকালে চেম্বারের পক্ষ থেকে চেম্বার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এসময় চেম্বারের পরিচালকবৃন্দও উপস্থিত ছিলেন।
ভৈরব চেম্বারের ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১০ জুন। তখন সভাপতি পদে নির্বাচিত হন ব্যবসায়ী মোঃ আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি হন হাজী মোশারফ হোসেন, এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হন জাহিদুল হক জাবেদ। পরিচালক পদে সাধারণ ১৪ জন এবং সহযোগী পদে ৪ জন, মোট ১৮ জন নির্বাচিত হন। তবে গত বছর ৫ আগস্টের ঘটনার পর মামলাজনিত কারণে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি চেম্বারের সভায় উপস্থিত হতে পারছেন না।
বর্তমানে দায়িত্ব নেওয়া জাহিদুল হক জাবেদ জানান, গত এক বছর ধরে সভাপতির ও সিনিয়র সহ-সভাপতির অনুপস্থিতির কারণে চেম্বারের গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ রয়েছে। ব্যাংক লেনদেন বন্ধ থাকায় সদস্যদের চাঁদা গ্রহণ, কর্মচারীদের বেতন প্রদান এবং বার্ষিক সাধারণ সভার জন্য প্রয়োজনীয় অর্থ উত্তোলন করা যাচ্ছেনা। ফলে চেম্বারের যাবতীয় কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
চেম্বারের গঠনতন্ত্র অনুযায়ী, যদি কোনো পদে থাকা কর্মকর্তা ধারাবাহিকভাবে তিনটি সভায় উপস্থিত না হন, তবে সেই পদ শূন্য ঘোষণা করা যায়। গত ৫ জানুয়ারি চেম্বারের কার্যনির্বাহী পরিষদের সভায় স্মারকবিধি ১২(ঘ), ১২`(ঙ) এবং ১৬(ক)-এর আলোকে উপস্থিত ১৫ জন পরিচালকের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, চেম্বারের স্বার্থে জাহিদুল হক জাবেদকে বর্তমান সভাপতির দায়িত্ব দেয়া হয়। এ সিদ্ধান্ত ঢাকায় ফেডারেশনের কাছে জানানো হয়েছে। ইতিমধ্যেই ফেডারেশনের ওয়েবসাইটেও জাহিদুল হক জাবেদের নাম প্রকাশিত হয়েছে।
নতুন সভাপতি জাহেদ সাংবাদিক ও স্থানীয় ব্যবসায়ী সদস্যদের সহযোগিতা কামনা করেন। তিনি চলতি মেয়াদ পর্যন্ত ব্যবসায়ীদের উন্নয়ন ও সার্বিক সমস্যা সমাধানে কাজ করে যাবেন এবং সবশেষে সবার দোয়া চান।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে