AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ‘স্বপ্নের ফাইনাল’ আজ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৪৯ এএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ‘স্বপ্নের ফাইনাল’ আজ

ক্রিকেটপ্রেমীদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনাল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এ ম্যাচ, যাকে বলা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ‘স্বপ্নের ফাইনাল’।

১৯৮৪ সালে শারজাহতে প্রথমবার এশিয়া কাপ শুরু হলেও ফাইনালে এই দুই দল এর আগে কখনো মুখোমুখি হয়নি। এবারই প্রথমবার এশিয়া কাপের ফাইনালে লড়াই করতে যাচ্ছে প্রতিবেশী ভারত ও পাকিস্তান।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিশেষ উন্মাদনা। যদিও আগের মতো উত্তেজনা কিছুটা কমে এসেছে, তবুও ফাইনালকে ঘিরে দুবাই শহরে টিকিটের জন্য চলছে হাহাকার। ভারত-পাকিস্তান সমর্থকদের সঙ্গে বলিউড তারকারাও গ্যালারিতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

অতীতের মুখোমুখি লড়াইয়ে ভারত বেশ এগিয়ে। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারায় ভারত। ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে দেখা হয়নি দুই দলের। তবে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান। এছাড়া শারজাহতে অনুষ্ঠিত অস্ট্রাল-এশিয়া কাপে দুইবার চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।

এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে টানা ৬ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে তারা, এর মধ্যে দুইবার পরাজিত করেছে পাকিস্তানকে। এশিয়া কাপের ইতিহাসে এটি ভারতের ১২তম ফাইনাল, যেখানে তারা ৮ বার শিরোপা জিতেছে। অন্যদিকে পাকিস্তান ষষ্ঠবার ফাইনালে খেলতে যাচ্ছে, এর আগে দুটি শিরোপা জিতেছিল দলটি।

দুই দলের টি-২০ রেকর্ডেও ভারত এগিয়ে। এখন পর্যন্ত ১৫ ম্যাচে ভারতের জয় ১১, পাকিস্তানের ৩, আর একটি ম্যাচ হয়েছে টাই। টি-২০ এশিয়া কাপে ভারত ৫ ম্যাচে জয় পেয়েছে ৪টিতে, পাকিস্তান জিতেছে মাত্র একবার।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!