আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকল বাংলাদেশ। শেষ ওভারের লড়াইয়ে জয় নিশ্চিত করে লিটন দাসের দল।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৫৪ রান। ইনিংসের নায়ক ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান, তার ব্যাট থেকে আসে মাত্র ৩১ বলে ৫২ রান। সাইফ হাসান (৩০) ও তাওহীদ হৃদয় (২৬) কার্যকর অবদান রাখেন। ইনিংসের শেষ দিকে নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রান করে দলীয় সংগ্রহকে চ্যালেঞ্জিং অবস্থায় নিয়ে যান। আফগানিস্তানের হয়ে নূর আহমেদ ২টি ও রশিদ খান ২টি উইকেট নেন।
১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই চাপে পড়ে। নাসুম আহমেদের দারুণ বোলিংয়ে প্রথম ছয় ওভারে তারা হারায় দুটি গুরুত্বপূর্ণ উইকেট। পরে গুরবাজ (৩৫) ও আজমাতুল্লাহ ওমরজাই (৩০) লড়াইয়ে ফেরানোর চেষ্টা করলেও সফল হয়নি। শেষ দিকে রশিদ খান (২০) ও নূর আহমেদ (১৪) রান তুললেও জয় পায়নি আফগানরা। নির্ধারিত ওভারে তাদের ইনিংস থামে ১৪৬ রানে।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৩ উইকেট নেন। এছাড়া নাসুম আহমেদ ও রিশাদ হোসেন দু’জনেই ২টি করে উইকেট ভাগ করে নেন, আর তাসকিন আহমেদও শেষ ওভারে তুলে নেন ২টি শিকার।
শেষ ওভারে আফগানিস্তানের প্রয়োজন ছিল ২২ রান। প্রথমে নূর আহমেদ ছক্কা হাঁকালেও বাকি বলগুলোতে রান তুলতে ব্যর্থ হয় তারা। ফলে ৮ রানের জয় পেয়ে গ্রুপ পর্বে টিকে থাকে বাংলাদেশ। তবে লিটন দাসদের সুপার ফোরে যাওয়া নির্ভর করছে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের ওপর।
একুশে সংবাদ/এ.জে