বাংলাদেশ কুস্তি ফেডারেশনের আয়োজনে, তারুণ্যের উৎসবের অংশ হিসেবে আগামী ৭-৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৫; ১৩তম জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা’ (পুরুষ ও মহিলা)। এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করবে বাংলাদেশের স্বনামধন্য ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিস্তা ইলেকট্রনিকস লিমিটেড।
এই উপলক্ষে আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে অবস্থিত ভিস্তা ইলেকট্রনিকস লিমিটেডের কর্পোরেট অফিসে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিস্তা ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন আকাশ এবং পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স ও পিআর) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মেজবাহ উদ্দিন আজাদ, কোষাধ্যক্ষ মাসুদ আক্তার মোবারকী এবং যুগ্ম সম্পাদক এ কে মমিন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিস্তা ইলেকট্রনিকস লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম বলেন, “ভিস্তা ইলেকট্রনিকস সামর্থ অনুযায়ী দেশের খেলাধুলার প্রসারে কাজ করবে।”
ভিস্তার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ বলেন, “কর্পোরেট রেসপনসিবিলিটির অংশ হিসেবে ভিস্তা খেলাধুলার ক্ষেত্রে কাজ করছে। শুধু কুস্তি নয়, ভবিষ্যতে অন্যান্য খেলাধুলার ক্ষেত্রেও আমরা কাজ চালিয়ে যাব।”
ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স ও পিআর) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, “মাদকমুক্ত সমাজ ও স্বাস্থ্যবান জাতি গঠনে ভিস্তা খেলাধুলার সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে। শুধু কুস্তি নয়, ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ভিস্তা সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করবে।”
বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মেজবাহ উদ্দিন আজাদ বলেন, “কুস্তির পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসায় আমরা ভিস্তা ইলেকট্রনিকস লিমিটেডকে ধন্যবাদ জানাই। আশা করি আমাদের সব ধরনের প্রতিযোগিতায় তারা সবসময় পাশে থাকবে।”
রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুই দিনব্যাপী কুস্তি প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার-ভিডিপি ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চারটি সংস্থা থেকে পুরুষ ১০টি ও মহিলা ১০টি ওজন ক্যাটাগরিতে মোট ৮০ জন কুস্তিগির অংশগ্রহণ করবেন।
একুশে সংবাদ/এ.জে